তারেক রহমান এর সাজার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৭ এএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০১:৩৪ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিষ্ট সরকার কর্তৃক সাজা প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বার্তায় এ নিন্দা জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকার এবং সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
প্রতিবাদ বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ফ্যাসিবাদ সরকারের নানা অপকর্ম নিয়ে যখন সারা বিশ্বের মিডিয়া সমালোচনায় মুখরিত, ঠিক সেই মহুর্তে হঠাৎ করে নড়াইলের আদালত কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা চক্রান্ত মূলক মামলায় সাজা ঘোষনা সম্পূর্ণ সাজানো এবং উদ্দেশ্য প্রনোদিত।
সরকার এই সমস্ত অপকর্মের খবর আড়াল করার প্রচেষ্টায় জনগনের দৃষ্টি অন্যদিকে সরাতে তাদের আজ্ঞাবহ আদালতের মাধ্যমে এই রায় প্রদান করিয়েছে। তবে মধ্য রাতের ভোট ডাকাতিতে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এই কুশাসনের সরকার নিজেদের কুখ্যাতি ঢাকতে যতই চেষ্টা করুক না কেন, তাদের স্বরূপ বিশ্ববাসীকে কাছে উন্মোচিত।
আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তারেক রহমান এর বিরুদ্ধে দেওয়া এই ন্যাক্কারজনক ফরমায়েশি রায় ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।