উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানানোর পরও ধামরাইয়ে গাজীখালী নদীর মধ্যে ভবন নির্মান কাজ বন্ধ হয়নি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭ এএম, ৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:৩৪ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
উপজেলা নিবার্হী কর্মকর্ত ( ইউ এন ও ) সামিউল হককে গাজীখালী নদীর মধ্যে বহুতল ভবন নির্মান কাজ বন্ধের ব্যাপারে জানালেও ঢাকার ধামরাইয়ে গাজীখালীতে ভবন নিমান কাজ বন্ধ হয়নি ।
জানাগেছে, ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় ভুমিদস্যু আলাল হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে সরকারী ১ নং খতিয়ানের বাথুলী মৌজার আর এস ৪৪৭ ও ৪৪৮ নং দাগে গাজীখালী নদী দখল করে ৩ তলা বিশিষ্ট নির্মানাধীন ভবনের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে ।
সরেজমিনে গেলে দেখা যায়, ভবনটি গাজীখালী নদী খননের লাল দাগের মধ্যে পড়লেও ঐ ভুমিদস্যু আলাল হোসেন মোটা অংকের টাকর বিনিময়ে নদী খনন প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই বহুতল ভবনটি রক্ষা করেন।
এ প্রতিবেদকের সাথে ভুমিদস্যু আলাল হোসেনের পিতা আব্দুল গনি কাষ্টটের সাথে আলাপ হলে তিনি জানান, আপনার মত অনেক সাংবাদিক যায় আর আয়ে তাতে আমার কিছুই হবে না। আমার মেয়ের জামাই ছানোয়ার হোসেন ( ছানি ) ও খোরশেদ মেম্বার মিলে প্রশাসনকে ম্যানেজ করেছে। আপনি যা পারেন পত্রিকায় লিখেন বলে দম্বোক্তি করেন।
এ ব্যাপারে ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউ এন ও ) সামিউল হকের সাথে কথা হলে তিনি বলেন, যতাযথ আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।