সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনোত্তর সংঘর্ষ, বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর পাল্টাপাল্টি মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৩৭ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনোত্তর কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থী পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা হয়েছে।
গত মঙ্গলবার সরিষাবাড়ী থানায় দায়ের করা দুটি মামলায় উভয় পক্ষের প্রার্থীসহ ৪০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
মামলার এজাহার, বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারী সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট গণনা শেষে রাতে বেসরকারী ফলাফল ঘোষনা করা হয়। ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ হক তরফদার বিজয়ী ঘোষনায় পরাজিত কাউন্সিলর প্রার্থী আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর কালাচান পালের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
কেন্দ্রের প্রধান ফটকের সামনে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থক নাইমুর রহমান দূর্জয়কে (১৯) ক্ষুর দিয়ে পিঠে কুপিয়ে গুরুতর আহত করে বলে জানা গেছে। স্থানীয় কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নাইমুর রহমান দূর্জয়ের পিঠে ৩ ক্ষত স্থানে ২৪টি শেলাই দিতে হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় পরাজিত প্রার্থী কালাচানের সমর্থক তোতা মিয়া বাদী হয়ে বিজয়ী কাউন্সিলর আবদুল হক তরফদারকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে গত সোমবার সন্ধ্যার পর পরাজিত প্রার্থী কালাচান পালের সমর্থকেরা বিজয়ী কাউন্সিলর আবদুল হক তরফদারের বাড়িতে হামলা করে। এ সময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় নির্বাচিত কাউন্সিলর আঃ হক তরফদারের ছোট বোন আইরিন তরফদারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহত আইরিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আঃ হক তরফদার বাদী হয়ে পরাজিত প্রার্থী কালাচান পালকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে থানা মামলা দায়ের করেন।
কাউন্সিলর আঃ হক তরফদার জানান, আমার বাড়িতে পরাজিত প্রার্থী কালাচান পালের নির্দেশে তাঁর সমর্থকেরা হামলা করে আমার বোনকে আহত করেন। এ ঘটনায় পরাজিত প্রার্থী কালাচান পালকে প্রধান আসামি করে থানায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছি।
সাবেক কাউন্সিলর কালাচান পাল অভিযোগ করে বলেন, নির্বাচনে আমার সমর্থক নাইমুর রহমানকে বিজয়ী কাউন্সিলর আবদুল হক তরফদারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আবদুল হক তরফদারকে প্রধান আসামি করে থানায় মামলা করেছি।
মামলার তদন্ত কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।