কুষ্টিয়ার খোকসায় ছাত্রলীগের সভাপতির ভাই সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কুষ্টিয়ার খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুলের ভাইকে গুলি করে আহত করেছে সন্ত্রাসী বাহিনী।
গতকাল মঙ্গলবার (০১ নভেম্বর) রাত ৯ টার দিকে বাড়ি ফেরার সময় মাশিলিয়া গ্রামের গোরস্থানের নিকট থেকে তার ছোট ভাইকে গুলিবিদ্ধ করেছে বলে ছাত্রলীগের সভাপতির দাবী।
ছাত্রলীগের সভাপতি ফেসবুকে আবেগঘন স্টাটাস দিয়েছেন তিনি লিখেছেন ছাত্রলীগ করেও কুষ্টিয়া ৪ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সন্ত্রাসী বাহিনী তার বাড়িতে আক্রমণ চালিয়ে ছোট ভাইকে গুলিবিদ্ধ করেছে। ছোট ভাইয়ের জীবন এখন সংকটাপন্ন।
গুলিবিদ্ধ হয়েছেন জয়ন্তীহাজরা ইউনিয়নের মাশিলিয়া গ্রামের বক্কার খানের ছেলে আব্দুল আওয়াল কনক খান (২৫)।
ছাত্রলীগের সভাপতি শিমুল জানান, রাত ৯ টার দিকে তিনি ও তার ছোট ভাই কনক বাড়ি ফেরার সময় মাশিলিয়া গোরস্থানের নিকট পৌঁছালে বাবুল আক্তারের পোষা গুন্ডাবাহিনী রাজন, মুকুল, টিপু, টুটুল, রশিদ, শাফি, সবুজ, মদন, আইনাল ও ইয়াকুব তাদেরকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় তার ছোট ভাই কনক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। তার ভাইয়ের ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে ছোট ভাই কনকের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনের প্রচারণা বন্ধ থাকলেও উভয়পক্ষের মধ্যে প্রচারণাকে কেন্দ্র করে সংঘাত হয়। গুলাগুলি চলাকালীন ছাত্রলীগের সভাপতির ভাই ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন তার অবস্থা আশংকাজনক।
তিনি আরো বলেন শুনেছি মুকুল নামের একজন গুলি করেছে। আসামীদের আটকের জন্য জোড় চেষ্টা চালানো হচ্ছে।