লালমোহনে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আ'লীগের সভাপতি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ১৭ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০৩ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ভোলা লালমোহনে রমামগঞ্জ ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার মোঃ কামাল হোসেন (৪০) নামে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ। ১৬ আগষ্ট শুক্রবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার মোঃ মফিজুল হাওলাদারের ছেলে এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
জানা যায়, ২০২০ সালে পূর্ব চরউমেদ এলাকার জয়নাল অবেদিনের ছেলে মোঃ আরিফের লাশ কামাল হোসেনের পুকুর পাড়ে পাওয়া যায়। এ ঘটনায় আরিফের মা মমতাজ বেগম বাদী হয়ে লালমোহন থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আরিফের স্ত্রী ও শ্বাশুড়িকেও গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা জামিনে রয়েছেন। তবে পলাতক ছিল কামাল হোসেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, কামাল ২০২০ সালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তবে শুক্রবার সন্ধ্যায় খবর আসে কামাল হোসেন এলাকায় অবস্থান করছে।
ওসি আরও বলেন, ওই খবরের ভিত্তিতে থানার এএসআই জাকারিয়া নয়ন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।