বগুড়ায় মাদক সেবনের দ্বন্দ্বে পিকআপ চালককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ১৭ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্বে লিটন শেখ (৩০) নামের এক পিকআপ ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
গতকাল শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) লিটন মারা যায়।
এরআগে শনিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার ছোট কুমিড়া পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। লিটন ওই এলাকারই মৃত আশরাফ আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে লিটনের বড় বোন ডলি বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপরেই মামলায় অভিযুক্ত রিতা বেগম (৩০) ছোট কুমিড়া পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মোঃ রহিমের স্ত্রী।
রোববার বিষয়গুলো নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, নিহত লিটন পেশায় মুরগি পরিবহনের পিকআপ ভ্যান চালক। স্থানীয়ভাবে এইপেশায় আরও কয়েকজন যুবক কাজ করেন।
তাদের সাথে মাদক সেবন নিয়ে লিটনের বাকবিতণ্ডাতা হয়। একপর্যায়ে ৬ থেকে ৭ জনের একটি দল দেশিও অস্ত্র দিয়ে লিটনের মাথায় কোপ দেয়৷
পড়ে স্থানীয়রা লিটনকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে তার উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়।