নাজিরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ এএম, ২১ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:২৮ এএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে হামলার শিকার হয়েছেন শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান (মিঠু) সহ আরো দুজন। অন্য আহতরা হলেন- রনি হাওলাদার ও ফারুক হাওলাদার।
গত মঙ্গলবার সন্ধ্যা রাতে নাজিরপুর থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথিমধ্যে ভীমকাঠী স্থানীয় বালাবাড়ীর সামনে রাত সাড়ে ৯টায় পৌঁছালে হামলাকারীরা রাস্তার ওপরে গাছ ফেলে হত্যার উদ্দেশ্যে দা, জিআই পাইপ দিয়ে উল্লিখিত নেতাদের ওপর হামলা করে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাজিরপুর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ডা. ঈশিতা সাধক নিপু, মিঠু এবং রনির অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজী বলেন, বাজারের অন্তু, অপু, রাসেল, জসিম, বাবুল, হাফিজ নামের কিছু শ্রমিক মন্ত্রী মহোদয়ের ছবি সম্বলিত ব্যানার ভাঙচুর করার প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল সমর্থিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজ এসব শ্রমিক নিয়ে মিঠুর ওপর হামলা করে। আরিফুর রহমান সবুজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, কিছুদিন পূর্বে শ্রীরামকাঠীতে এক ব্যক্তির জায়গা দখলের ঘটনায় অর্থের ভাগাভাগি নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপসের সাথে মিঠুর সাথে শত্রুতার সৃষ্টি হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সে সময় শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হান্নান মৃধার ভাইয়ের ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রিয়ংকা মৃধাকে মিঠু মারধর করে। তার জের হিসেবে এ হামলার ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে নাজিরপুর থানার ওসি (তদন্ত) জাকারিয়া জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই আমাদের নিকট অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গতকাল উপজেলা চত্বরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সমর্থিত আওয়ামী লীগের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
এ সময় বক্তব্য রাখেন প্রাণিসম্পদমন্ত্রীর বড় ভাই নজরুল ইসলাম বাবুল, যুবলীগ সভাপতি এম খোকন কাজী, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, আওয়ামী লীগ নেতা আল-আমীন খান, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাঈম হাওলাদার প্রমুখ।