সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রহস্যজনক অগ্নিকান্ডে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ এএম, ১৮ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০১:০১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মুর্শেদা জামান এ তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির সদস্যরা হলেন, জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলরুবা আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান। তদন্ত কমিটি আগামী ২১ এপ্রিলের মধ্যে রিপোর্ট পেশ করবে বলে জানাগেছে। রবিবার সকাল ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকান্ডে অফিসের গুরুত্বপূর্ণ সব নথিপত্র, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা পরিষদের তৃতীয় তলায় রহস্যজনক অগ্নিকান্ডে ভবনের অন্য কোন কক্ষের কোন ক্ষতি হয়নি। এটা পরিকল্পিত অগ্নিকান্ড বলে অনেকেই ধারনা করছেন। দূর্ণীতি বা অনিয়মের ফাইল গুলোকে পুড়িয়ে ফেলাই প্রকৃত উদ্দেশ্য ছিল বলে সাধারণ মানুষ মনে করছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ডের কারণ উদঘাটনে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২১ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।