এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভোলায় দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ দুই, আটক ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৫ পিএম, ১৩ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪০ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
আজ বুধবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. কবির মঞ্জু, মো. আনোয়ার গাজী, মো. নূরন্নবী ও আব্দুল সাত্তার। বাকিজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন মো. কবির মঞ্জু ও আনোয়ার গাজী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল ও স্থানীয় কবির মঞ্জু গ্রুপের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এতে গোলাগুলি ও সংঘর্ষে ৫ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি পুলিশ তদন্ত করছেন।