মুহুর্মুহু বোমা বিস্ফোরণে কাঁপল বেনাপোল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১১ এএম, ২৯ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:১৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষেরে ঘটনা ঘটেছে। এ সময় মুহুর্মুহু বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। জানা যায়, বেনাপোল বন্দরে হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে ঘটনা শুরুর ১ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দরকেন্দ্রিক দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর উভয়পক্ষ সরে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।
বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, হ্যান্ডলিংক শ্রমিকদের সংঘর্ষের কারণে সকাল থেকে বন্দরের লোডিং-আনলোডিং কার্যক্রম বন্ধ রয়েছে।