এক বছর পর ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ২১ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১২:১৫ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বছর পর একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকা-ে জড়িত একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো.ইলিয়াছ (৩০) উপজেলার চর এলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাকের হোসেনের ছেলে। গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত শনিবার দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০২১ সালের ৫ মার্চ রাত ১০ টার দিকে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে ভিকটিম মকবুলকে পূর্বপরিকল্পিতভাবে ইলিয়াছসহ অপরাপর চারজন মিলে হত্যা করে। ঘটনার দিন রাতে মকবুল বাড়িতে একা ছিল। আসামিগণ এ সময়ে মকবুলকে হত্যা করার পরিকল্পনা করে। বাড়িতে একা থাকায় আসামিরা তাকে খুন করা সহজ হবে বলে মনে করে। আসামি ইলিয়াছ ভিকটিমকে মামা বলে ডাকত। সে সুবাদে অন্য আসামিরা ভিকটিমকে ডেকে আনার দায়িত্ব ইলিয়াছকে দেয়। পরে স্থানীয় চর এলাহী ইউনিয়নের১ নম্বর ওয়ার্ডের মোল্লার দোকান থেকে মকবুলকে ডেকে এনে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর দিন সকালে আসামি ইলিয়াছ মকবুলের লাশ দেখতে যায়। পরবর্তীতে এ আসামি আত্মগোপন করে এবং চট্রগ্রােেম রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে গতকাল রবিবার আদালতে সোপর্দ করা হলে সে স্বেচ্ছায় এ ঘটনায় আরও চারজনের সম্পৃক্ততার কথা বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলাটির তদন্তাধীন রয়েছে।
ঘটনার পর অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে গত বছরের ৬ মার্চ কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়।