না’গঞ্জের ফতুল্লায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৮ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:১৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি লিখে না দেয়ায় স্ত্রী মমতাজ বেগম (৫২) কে হত্যা করে লাশ গুম করার চেস্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধু ফতুল্লা মডেল থানার শাসনগাওয়ের বশির উদ্দিনের মেয়ে।
আজ সোমবার সকালে পুলিশ ফতুল্লা থানার বিসিক শিল্পনগরীর শাসনগাওস্থ নিহতের নিজ বাড়ী থেকে মৃত দেহ উদ্ধার করে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্বামী আতাউর রহমান (৪২) কে গ্রেপ্তার করেছে।
নিহতের ছোট ভাই হাবিবুর রহমান (৫০) জানায়, তার বোনের বয়সের চাইতে বয়সে ছোট আতাউরের সাথে প্রায় বিশ বছর পূর্বে পারিবারিক ভাবে তার বোন মমতাজ বেগমের বিয়ে হয়।
বিয়ের পর থেকে তার বাবার দেওয়া চার শতাংশ জমির উপর করে দেওয়া বাড়ীতে তারা বসবাস করতো। বিয়ের পর তার বোনের সুখের কথা চিন্তা করে প্রায় ২০ লাখ টাকা যৌতুক সহ এবং বিসিক ভাঙ্গা ক্লাব সংলগ্ন দুটি জুতার দোকান করে দেয়।
তারপর ও তার বোনের নামে থাকা চার শতাংশ জমির উপর থাকা বাড়িটি লিখে দেওয়ার জন্য প্রায় সময় তার বোনকে মারধর করা হতো। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর রাতে তার বোনের সাথে আতাউরের ঝগড়া হয়।
পরে আতাউর তার বোনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে লাশ গুম করতে লাশ বাড়ীর পাশের ম্যনহোলে লুকিয়ে রাখার চেস্টা করে। কিন্ত বাড়ীর ভাড়াটিয়া তা দেখে ফেলে।
তিনি আরো জানান, আতাউর তার বোন কে বিয়ের পূর্বে আরো একটি বিয়ে করেছিলো। সে সংসারে একটি মেয়ে ও ছেলে রয়েছে। তবে তার বোনের সংসার জীবনে কোন সন্তানদি না হওয়ায় একটি মেয়ে দত্তক নেয়। তার নাম জান্নাতুল জুই(৬)।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানান, জরুরী সেবা ৯৯৯'এ কল পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃত দেহ উদ্ধার করে লাশ সুরহতাল করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে পাঠানো হয়েছে।
মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বামী আতাউর রহমান কে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।