ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৭ পিএম, ১৬ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৩ এএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় মো: খলিলুর রহমান আকন্দ (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে ছিনতাইকারী। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কাচিঝুলি ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এই দূধর্ষ ঘটনা ঘটে।
আহত খলিলুর রহমান ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজের দর্শন বিভাগে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি সে নগরীর নতুন বাজারস্থ আড়ং শো-রুমে সেলসম্যান পদে কর্মরত।
জানা যায়, খলিলুর রহমান ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার তারাইকান্দী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো: আসাদুজ্জামান আকন্দ। তিনি পেশায় একজন শিক্ষক।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আড়ং শো-রুমে ডিউটি শেষ করে নগরীর মীরবাড়ী এলাকার মেস বাসায় ফিরছিল খলিলুর রহমান। এ সময় কাচিঝুলি ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে এক রিক্সা চালক ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে।
এনিয়ে ছিনতাইকারীর সাথে খলিলুর রহমানের ধস্তাধস্তির এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই ছিনতাইকারীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ছিনতাইকারীর নাম মো: আকরাম হোসেন (২৫)। সে নগরীর আকুয়া গরু খোয়াড় মোড় এলাকার মৃত জাকির হোসেন পুত্র।
ওসি আরও জানান, এ ঘটনায় দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের হয়েছে। আহত খলিলের সহপাঠী মো: রিজভী হাসান রাসেল জানান, খলিল কে বুকে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। এতে তার প্রচুর রক্তক্ষরন হয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।