সরিষাবাড়ীর যমুনা শাখা নদীতে হাঁস ধরতে গিয়ে ডুবে মারাগেছেন ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৫ পিএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫১ এএম, ১৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে হাঁস ধরতে নদীতে ডুবে মরেছেন হাস- মুরগী ব্যাবসায়ী আব্দুল লতিফ ওরফে নোতি পাগলা (৬০)।
গতকাল বুধবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের যমুনার শাখা নদীতে এ ঘটনা ঘটে। দীর্ঘ ১৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজে এক কৃষকের কাছ থেকে পৌরসভার ঝালুপাড়া ভুরারবাড়ী এলাকার মৃত ইয়াকুব আলী মন্ডলের পুত্র হাঁস-মুরগী ব্যাবসায়ী আব্দুল লতিফ ওরফে নোতি পাগলা ক্রয় করেন। ক্রয় করে ব্রীজ থেকে বয়ড়া বাজারে যাওয়ার পথে তার হাত থেকে ওই হাঁসটি হাত থেকে ছুটে গিয়ে নদীতে ডুব দেয়। হাঁস উদ্ধারের জন্য নোতি পাগলা লুঙ্গী ও শার্ট নদীর পাড়ে রেখে গামছা পরিধান করে স্থানীয় বয়ড়া গ্রামের বাধন মিয়া (১৫)কে কাপড় দেখাতে বলে নদীর ব্রীজের ৩য় স্প্যারে পাশে ডুব দেয়। এ সময় হাঁস ভেসে উঠলেও লতিফ ডুবে যান। সংবাদ পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ষ্ট্রেশন এর লিডার রইছ উদ্দিন ও জামালপুরের ফায়ার সার্ভিস ষ্ট্রেশনের লিডার শহিদুল ইসলাম এর নেতৃত্বে ডুবুরি তারা মিয়া ও সহকারী পিন্টু মিয়া সহ ৫ সদস্যর ডুবুরী দল সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে উদ্ধারে ব্যার্থ হন। বৃহঃবার সকালে স্থানীয় জেলেদের কারেন্ট জালে তার মরদেহ আটকে গেলে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের সুরতহাল করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।