রংপুরে বাসের চাপায় সহপাঠী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬ এএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:১৬ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
রংপুরে বাসের চাপায় সহপাঠী নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে নগরীর আরসিসি আই স্কুল এন্ড কলেজ স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। তাতে যোগ দেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। বিক্ষোভ মিছিল নিয়ে তারা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ঘাতক বাস চালকে কে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী সহ ৪ দফা দাবীতে স্মারক লিপি প্রদান করে।
রংপুর সরকারী সিটি কলেজের শিক্ষার্থী মোঃসামসুর রহমান সৈকত সংবাদিকদেরজানান, প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, এটি নিছক শুধু একটি দূর্ঘটনা নয়। চালকের বেপরোয়া গাড়ী চালানোর ফলে এই ঘটনা ঘটেছে। যার ফলে গত রবিবার দিবাগত সন্ধ্যারাতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে নব্দীঞ্জ বাজারের কাছে বাস চাপায় আরসিসি আই স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিহাব উদ্দিন সহ ৪ জনের মর্মান্তিক মৃত্যূ হয়। আমরা ঘাতক বাস চালক কে গ্রেফতার সহ নিরাপদ সড়ক সহ ৪ দফা দাবীতে আন্দোলন করছি।