মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যানের নির্যাতনের বিরুদ্ধে অভিযোগে সংবাদ সম্মেলনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬ পিএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৫১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক মারধর ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সংখ্যালঘু একটি পরিবার।
আজ সোমবার দুপুরে এ অভিযোগ এনে ভুক্তভোগী পরিবার মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর মা ইউনিয়নের বড়পরী গ্রামের বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক হরিপদ মিস্ত্রির স্ত্রী ও সাবেক ইউপি সদস্য মিনতি রানী। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার ইছহাক আলী, সাধারণ সম্পাদক আবুল কাশেম হাওলাদার ও ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।
বনস্পতির মা তার লিখিত বক্তব্যে বলেন, আমার পুত্র বনস্পতি মিত্র প্রাণিসম্পদ বিভাগের খাউলিয়া ইউনিয়নের এ আই টেকনিশিয়ান হিসেবে কর্মরত। ইতিপূর্বে অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের সাথে শত্রুতা সৃষ্টি হয়। ১৭ জানুয়ারি প্রতিবেশী দেলোয়ার গাজি বনস্পতি মিত্রকে তার বাড়িতে ডেকে নেয়। ওই সময় দেলোয়ার গাজীর রুগ্ন একটি গাভীকে ক্যালসিয়াম ইনজেকশন দেয়ার জন্য বললে, বনস্পতি মিত্র নিয়ম অনুযায়ী গাভীটিকে ইনজেকশন পুশ করেন। বৃদ্ধ ও বিভিন্ন রোগে আক্রান্ত ওই গাভীটি রবিবার (২৩ জানুয়ারি) মারা যায়।
গাভীটি মারা যাবার অজুহাতে সোমবার ২৪ জানুয়ারি ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান বনস্পতিকে তার বাড়িতে ডেকে নিয়ে এ অভিযোগে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজ করে। বনস্পতি চেয়ারম্যানকে বিষয়টি বুঝিয়ে বলা ও শান্ত হওয়ার অনুরোধ করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে তাকে চড়থাপ্পড় দেন। পরে চেয়ারম্যান ঘর থেকে মোটা বেতের লাঠি এনে বনস্পতিকে বেদম প্রহার করে আহত করেন।
সংবাদ সম্মেলনে মিনতি রানী আরও জানান, সংখ্যালঘু পরিবারটি এ ঘটনার পরথেকে হুমকির মুখে ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে স্থানীয় প্রসাশন, ন্থানীয় সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি গরু মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে বনস্পতিকে ডেকে পাঠাই। সে আসলে ভুক্তোভোগী পরিবারকে একটি গরু কিনে দেয়ার জন্য বলি। তবে মারধর ও গালিগালাজের মত কোন ঘটনা সেখানে ঘটেনি।