নোয়াখালীতে ট্রাক চাপায় জবির সাংবাদিকতা বিভাগের ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪ পিএম, ১৮ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৯:০২ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সাবরিনা আক্তার মিতু (২২) সোনাইমুড়ী উপজেলার পশ্চিম রামপুরা গ্রামের মোল্লা বাড়ির মর্তুজা ভুইঁয়ার মেয়ে।
আজ শনিবার দুপুরের দিকে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী - ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মিতু দুপুরের দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুরা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইট বোঝাই দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নেয়।
চন্দ্রগজ্ঞ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।