ঈশ্বরগঞ্জে পৃথক ঘটনায় ৭০বছরের বৃদ্ধ এবং এক গৃহ বধুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২০ এএম, ২৯ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৫৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ এবং ১৯ বছর বয়সী এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুরে ওই দুটি লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামের আব্দুর রাশিদ ৭০ রোবাবার ভোরে নিজ বাড়ির গোয়াল ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খুঁজাখুজি শুরু করে। এসময় পরিবারের লোকজন বাড়ির সাথে গোয়াল ঘরে তাকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে পরিবারের সবাই এসে তার ঝুলন্ত লাশ নামিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে ফেলে। ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। তবে পরিবারের ধারণা অসুস্থতা বোধ করায় আত্মহত্যা করেছে।
অপরদিকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন মেয়ে। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী গ্রামের দুলাল মিয়ার কন্যা লিজা আক্তারের (১৯) সাথে এক বছর পূর্বে একই ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের আব্দুস সাত্তারে ছেলে নয়ন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসার ভালোভাবেই চলে আসছিলো। এই অবস্থায় লিজা তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। এরই মাঝে রোববার লিজা ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে লিজার স্বামী নয়ন মিয়া তার শশুর বাড়ির পুকুরে লিজাকে সাথে নিয়ে গোসল করতে যায়। এসময় নয়ন স্ত্রী লিজাকে ঘর থেকে সাবান আনার কথা বললে লিজা স্বামী নয়ন মিয়ার জন্য সাবান আনতে ঘরে যায়। কিন্তু লিজা সাবান নিয়ে আসতে দেরি হওয়ায় নয়ন ঘরে গিয়ে দেখতে পান ঘরের দরজা বন্ধ। তারপর স্বামী নয়নের ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় লিজা গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। এমন পরিস্থিতে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া জানার, খবর পেয়ে দুটি ঘটনাস্থল থেকেই লাশগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয় দুটি নিয়ে আরাদা আলাদা অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতদের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।