চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছে ‘ডেলটা ইনস্টিটিউট অব টেকনোলজি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৬ পিএম, ৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৩৫ পিএম, ১ নভেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুরের কালিয়াকৈরে কম্পিউটার প্রশিক্ষণের নামে প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রশিক্ষণার্থীরা অভিযোগ দায়ের করেছেন। ওই প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষণাথীর্দের সূত্রে জানা গেছে , কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ডেল্টা ইনস্টিটিউট অফ টেকনোলজি (ডি-আইটি) নামে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বিরুদ্ধে এ প্রতারণার অভিযোগ উঠেছে। কালিয়াকৈর উপজেলার বাসিন্দা মোঃ আয়ুব খান ৭-৮ বছর আগে ডেল্টা ইনস্টিটিউট অফ টেকনোলজি (ডি-আইটি) নামে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করে আসছেন।
প্রতিষ্ঠানটি উপজেলার বিভিন্ন এলাকায় চটকদার পোষ্টার, ব্যানার ছাপিয়ে অফ লাইনে অনলাইনে প্রচার প্রচারণা চালিয়ে আসছে। প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। বাংলােেদশ হাই-টেক পার্ক কর্তৃক অনুমোদিত। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃক পরিচালিত। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃক পুরুস্কৃত। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ।
ডেল্টা ইনস্টিটিউট অফ টেকনোলজি বেসিস মেম্বার। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সনদ প্রদানের আশ্বাসে বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীগণ ১৫০০০ (পনেরো হাজার) টাকা প্রদান করে ভর্তি হয়। এ ঘটনায় প্রতারণার শিকার শিমু আক্তার, তাছলিমা আক্তার, সোলাইমান কবির একটি লিখিত অভিযোগ দেন।
প্রতারণার শিকার প্রশিক্ষণার্থী শিমু আক্তার জানান, বাংলাদেশ হাই-টেক পার্র্ক কর্তৃক অনুমোদিত ও পরিচালিত হওয়া সত্তেবও আমাদের কাছ থেকে ১৫০০০ (পনেররা হাজার) টাকা নেয়া হয়েছে। আমরা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্র্তৃক অনুমোদিত সনদ চাইলে সনদ দিতে অস্বীকার করেন, পরে আমরা জানতে পারি ডেল্টা ইনস্টিটিউট অফ টেকনোলজি (ডি-আইটি) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ভাড়ার অনুমোদন ব্যতিত অন্য কোন অনুমোদন নেই।
তাছলিমার পিতা মোঃ মোজ্জামেল হক বলেন, মেয়েকে ভর্তি করিয়েছিলাম যেহেত প্রতিষ্ঠানটি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃক পরিচালিত বলে মান সম্মত একটি সনদ পাওয়া যাবে এবং চাকরির ক্ষেত্রে মূল্যায়ন হবে।
কিন্তু মেয়ের ভবিষৎ নষ্ট হল। বেসিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ডেল্টা ইনস্টিটিউট অফ টেকনোলজি নামে কোনো প্রতিষ্ঠান বেসিসের মেম্বার নয়। ইহা সম্পূর্ণ মিথ্যা। প্রতিষ্ঠনটি মিথ্যাচার করায় বেসিসের সম্মান ক্ষুণœ হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে বঙ্গবন্ধু হাই-টেক সিটির ইনচার্জ হাসান ইবনে শাহীর সঙ্গে যোগাযোগ করে জানা গেছে। ডেল্টা ইনস্টিটিউট অফ টেকনোলজি হাই-টেক সিটির প্রশাসনিক ভবনের নীচতলায় কয়েকটি কক্ষ ভাড়া নিয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ও পরিচালিত নয় এবং কখনো পুরষ্কৃতও করা হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।