বগুড়ার শেরপুরে বাস চাপায় প্রাণ গেল সাবেক প্রধান শিক্ষকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৪ পিএম, ১৭ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ১০:০৩ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা এক বাসের চাপায় সাবেক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
আজ রবিবার দুপুর সাড়ে ৩ টায় শেরপুর উপজেলার প্রধান ফটকের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোজাম মাষ্টার (৬২) ভস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন বলে জানা গেছে। মোজাম মাষ্টার উপজেলার খামারকান্দি ইউনিয়নের আকনপাড়া গ্রামের মোবারক আকন্দের ছেলে।
জানা যায়, মোজাম মাষ্টারের ভাতিজা আজমাল হোসেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে চাচা মোজাম মাষ্টারের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে আসে। ভাতিজা মনোনয়নপত্র জমা দিয়ে চলে যায়। নিহত মোজাম মাষ্টার ডাক্তার দেখানোর কথা বলে ডাক্তার দেখিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী অজ্ঞাতনামা এক বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, অজ্ঞাতনামা বাসের চাকায় পিষ্ট হয়ে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরে পকেটে থাকা প্রেসক্রিপশন ও মোবাইলের ডায়াল নম্বরে কল দিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।