সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রন করা হতো মাদক ব্যবসা
ফরিদপুরে মাদক সম্রাজ্ঞী রিনা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭ পিএম, ২ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ১০:৩৭ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
পুলিশের চোখ ফাঁকি দেওয়ার উদ্দেশ্য নিয়েই অভিনব কায়দায় বিলাসবহুল আলিশান বাড়ী তৈরি করে, তার ভিতরেই চালিয়ে আসছিল মাদকের ব্যবসা। সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাড়ির ভেতরে সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যাওয়ারও সুযোগ রয়েছে এই বাড়ির ভিতর।
আজ শনিবার ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনই তথ্য দিলেন অতিরিক্ত পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত (১ অক্টোবর) শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর কোতয়ালী থানাধীন মাহামুদপুর এলাকায় মাসুদ পারভেজ এর বাড়িতে পুলিশের অভিযান পরিচালনা কালে আটক করা হয় তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী রিনা বেগম (৩৫) কে। এ সময় ঐ বাড়ি থেকে ১৯৮পিস ইয়াবাসহ কয়েকটি সিসি ক্যামেরাযুক্ত মনিটর ও বিভিন্ন ইলেট্রিকস ডিভাইস উদ্ধার করে পুলিশ। যে ডিভাইস গুলোর মাধ্যমে পুলিশের উপস্থিতি সর্বদা নজর রাখার কাজে ব্যবহার হতো।
৭/৮ বছর আগে এই বাড়ির মালিক মাসুদ পারভেজ বস্তিতে বসবাস করত। মাদক ব্যবসা করেই রাতারাতি আলিশান বাড়ি তৈরি করে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। একই সাথে বাড়ির ভিতরে মাদক সেবন, জুয়ার আড্ডা, ডিজে পার্টি করার জন্য সুসজ্জিত কক্ষ ও পুলিশের চোখ ফাকি দিয়ে পালানোর জন্য সুরঙ্গ পথেরও সন্ধান পেয়েছে বলে সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করে। এর আগে বাড়ির মালিক মাসুদ পারভেজ এর বিরুদ্ধে ৮টি মাদক মামলা ও আটককৃত তার স্ত্রী রিনার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
কোতয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ এম.এ. জলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাদক সম্রাজ্ঞীকে আটক করা হয়েছে। তবে তার স্বামী মাসুদ পারভেজ কে পাওয়া যায়নি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করে রিনাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।