ভৈরবে ট্রেন দুর্ঘটনায় দুই পথে ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪২ পিএম, ২ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০১:৪৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সিলেটের ভৈরবে দুপুরে একটি মেইল ট্রেনের চাকা লাইনচুত হয়েছে। এই কারনে দুপুর ১-৩০ মিনিট থেকে ঢাকা - কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, আজ শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ‘নাসিরাবাদ’ মেইল ট্রেনটি ময়মনসিংহ থেকে ছেড়ে আসে। বেলা একটার দিকে ভৈরবের আগের স্টেশন কুলিয়ারচরে যাত্রাবিরতি দেয়। কিছুক্ষণ পর ট্রেনটি কুলিয়ারচর স্টেশন ছেড়ে, বেলা ১টা ৩০ মিনিটে ভৈরব স্টেশনের আউটার পয়েন্টে প্রবেশ করে।
এ সময় ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
গত ১৩ আগস্ট একই স্থানে নাসিরাবাদ ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছিল। ১ মাস ১৯ দিনের ব্যবধানে একই স্থানে একই ট্রেন কী কারণে আবার দুর্ঘটনায় পড়ল, তা স্পষ্ট নয়।
দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে আটকা পড়েছে। আরও কয়েকটি স্টেশনে লোকাল ও মেইল ট্রেন থামিয়ে রাখা হয়েছে। এ কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভৈরবের রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, এখনো উদ্ধারকাজ শুরু হয়নি। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭-৩০মিনিট) ঢাকা - কিশোরগঞ্জ, ময়মনসিংহ - চট্টগ্রাম রেল পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।