সুইসাইড নোটে লেখা 'বাবা-মা ক্ষমা করো, গুড বাই'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ পিএম, ২৪ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৫৭ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সুইসাইড নোটে 'বাবা-মা ক্ষমা করো, গুড বাই' লিখে গলায় ফাঁস দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম তাহমিদুর রহমান জামিল (২২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগ এলাকার বজলার রহমানের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার এক ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জামিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন ।
পুলিশ জানায়, তার কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নোটে লেখা ছিল ‘বাবা-মা ক্ষমা করো, গুড বাই।’ এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
সহপাঠীদের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার সাফল্য ছাত্রাবাসে থাকতেন শিক্ষার্থী তাহমিদুর রহমান জামিল। পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাত্রাবাসে নিজের কক্ষে ফ্যানের হুকের সাথে ব্যাগের বেল্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার সাড়া শব্দ না পেয়ে কক্ষের দরজা খুলে তাকে ঝুলতে দেখে থানায় খবর দেন তার সহপাঠীরা। পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। তার উদ্ধারকৃত সুইসাইড নোট থেকে বোঝা যাচ্ছে সে আত্মহত্যা করেছে। তারপরও ময়নাতদন্ত করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে পাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা কোনও ভাবেই মেনে নেয়ার মতো নয়। তবে আসলে সে পারিবারিক কারণে না অন্য কোন কারণে আত্মহত্যা করেছে বিষয়টি আমি আইনশৃংখলা বাহিনীর প্রতি খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। তার এই মৃত্যুর সংবাদ শুনে পুরো পাবিপ্রবি ক্যাম্পাস ও সংশ্লিষ্ট সকলের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।