নালিতাবাড়ীতে র্যাবের অভিযানে ১ মাদক কারবারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৭ পিএম, ২৩ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:১৪ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
শেরপুরে নালিতাবাড়ীতে ১৬ বোতল বিদেশি মদসহ শাহীন আলম (১৯) নামের এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজনগর বেপারীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহীন আলম উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার নওশেদ আলীর পুত্র ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাবের একটি অপারেশন দল জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার রাজনগর বেপারীপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় শাহীন আলমকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ১৬ বোতল বিদেশী মদসহ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন আলম জেলার বিভিন্ন স্থানে মাদক বেচা-কেনা ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, উপরোক্ত ঘটনার ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।