নালিতাবাড়ীতে বিদেশী মদসহ আদিবাসী যুবককে গ্রেফতার করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ২১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৩২ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাঁচ বোতল বিদেশি মদসহ কাঞ্চন মারাক (২৬) নামের এক আদিবাসী যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতার কাঞ্চন মারাক শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের সেকেন্দ্র দালবতের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে র্যাবের একটি অপারেশন দল জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামানের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার বারোমারী গ্রামের বারোমারী বটতলা মিশন সংলগ্ন মেসার্স তালেব ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।
এসময় কাঞ্চন মারাককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে পাঁচ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাঞ্চন মারাক জেলার বিভিন্নস্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, এ ঘটনার ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।