বৃষ্টিতে ডুবল চট্টগ্রামের নিম্নাঞ্চল, দুর্ভোগে মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩২ পিএম, ১৯ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৪১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুই নম্বর গেট, মুরাদপুর, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, চকবাজার কাতালগঞ্জসহ নগরীর নিম্নাঞ্চলে পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।
আজ রবিবার পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চাকুরীজিবী নুর মোহাম্মদ বলেন, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। কিন্তু সড়কে পানি থাকায় অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে যেতে হয়েছে। জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার কাজ চললেও সুফল পায়নি আমরা।
বিপ্লব কুমার শীল নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, সকালে অফিস থাকায় মুরাদপুর থেকে ভেঙে ভেঙে ওয়াসা, ওয়াসা থেকে বারেক বিল্ডিং, বারেক বিল্ডিং থেকে বন্দরে আসছি। মনে হয় না এখানে কোন অথরিটি আছে। বৃষ্টিতে নানা জায়গায় পানি জমে এমন দুর্ভোগ অসহ্য।
চট্টগ্রামের পতেঙ্গা অবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চগ্যা বলেন, মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকায় আজ সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।