চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণের দায়ে অপহরণকারীকে ২৫ বছর সশ্রম কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩১ পিএম, ১৩ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১০:২৮ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণের দায়ে অপহরণকারী মফিজুল ইসলামকে ২৫ বছর সশ্রম কারাদন্ড ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। এই রায় প্রদান করেন জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী।
আজ সোমবার তিনি এই রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় গত ২০১৯ সালের ২২ জানুয়ারি পৌর এলাকার বাবুপাড়া মহল্লার মনোয়ার হোসেনের শিশু কন্যা জয়পুরহাট ক্যালেক্টরেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির চাত্রী মুনিয়াতুন জান্নত তন্নী (১০) ক্লাশ শুরুর পূর্বে তার স্কুলের সামনে পৌঁছায়। সকাল সাড়ে ১১টার সময় জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রামের আওলাদ হোসেনের ছেলে মফিজুল ইসলাম (৩৩) তাকে ফুসলায়ে রিক্সা যোগে সদর উপজেলার আউশগাড়া গ্রামে নিয়ে যায়। তারপর ১২টা ৫মিনিটে তন্নিকে রিক্সা থেকে নামালে তন্নী চিৎকার ও কান্নকাটি শুরু করে।
এসময় উপস্থিত লোকজনের সন্দেহ হলে সেখানে এগিয়ে গেলে মফিজুল দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় উস্থিত লোকজন ধাওয়া করে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ বিষয়ে তন্নীর বাবা মনোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সরকার পক্ষের আইনজীবী ছিলেন জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি এডভোকেট ফিরোজা চৌধুরী ও আসামী পক্ষে ছিলেন এডভোকেট হারুনর রশীদ।