আলফাডাঙ্গায় অগ্নিকান্ডে এক কৃষক পরিবার সর্বশান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০০ পিএম, ১৩ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০২:০৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকান্ডে এক কৃষক পরিবার সর্বশান্ত হয়েছে।এ ঘটনায় ওই কৃষক পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
গত শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধলাইচর গ্রামের কৃষক ইখতেয়ার শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইখতেয়ার শেখের পরিবারের সবাই বসতঘর তালাবদ্ধ করে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিল। শনিবার রাতে হঠাৎ তাদের বসতঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসে। পরে তারা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘর ও ঘরে থাকা
মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এবিষয়ে কৃষক ইখতেয়ার শেখ জানান, 'আমাদের এক আত্মীয় অসুস্থ থাকায় তাকে দেখতে যাই। পরে আমার বসতঘরে আগুন লাগার খবর পেয়ে চলে আসি। ধার-দেনা করে চাষাবাদ করতাম। আগুন আমাকে নিঃস্ব করে দিয়েছে।
তিনি আরো জানান, আগুনে তার ঘরসহ ঘরে থাকা ২০ মণ পাট, ১০ মণ ধান, ২ মণ পেয়াজ, ফ্রীজ, টিভিসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, 'কৃষি কাজ করে পরিবারটি জীবিকা নির্বাহ করে। আগুনে সবকিছু পুড়ে বেচারা নিঃস্ব হয়ে গেলো। এই ক্ষতি পুষিয়ে
পরিবারটির অনেক সময় লাগবে।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, 'অগ্নিকান্ডের ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে পরিবারকে সরকারি ভাবে সহায়তা করার চেষ্টা করা হবে।'