অর্থের অভাবে আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ বন্ধ ৮ মাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৭ পিএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:৩১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
অর্থের অভাবে গত ৮ মাস যাবৎ বন্ধ রয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদ নির্মাণের কাজ।
জানাযায় আলফাডাঙ্গা পৌর সভার নির্মানাধীন নতুন ভবনের সামনে আলফাডাঙ্গা কাশিয়ানী সড়কের পাশে আলফাডাঙ্গা মৌজার কুসুমদি এলাকায় ১২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যে (পিডব্লিউডি) এর তত্বাবধানে উপজেলা ৩ তলা মডেল মসজিদ ভবনের কাজটি করছেন ফোরকান আহমেদ খান কোঃ লিঃ।
মসজিদটির স্থান নির্ধারণ প্রস্তাবের সময় থেকেই জমি নিয়ে পড়তে হয় নানা বিড়ম্বনায়। অবশেষে ওই স্থানে জমির ব্যবস্থা হওয়ায় কাজটি শুরু করা হয়। একই সময় ফরিদপুর জেলাধীন সকল উপজেলা মডেল মসজিদের কাজ শুরু করা হলেও সালথা এবং মধুখালী উপজেলা মডেল মসজিদ প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা করা হয়েছে।
এছাড়া নগরকান্দা ও বোয়ালমারী উপজেলা মডেল মসজিদের কাজ প্রায় শেষের পথে। কিন্তু হতভাগ্য আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদটি অর্থ ছাড়ের অভাবে প্রায় দুই বছরে মাত্র দশ শতাংশ কাজ শেষ করেই বন্ধ করে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
এ বিষয়ে ফরিদপুর (পিডব্লিউডি) এর এসডি নওয়াব আলী মুঠোফোনে বলেন, ১২ কোটি ৬৪ লাখ টাকার কাজ নির্মাতা প্রতিষ্ঠানকে মাত্র ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে বাকি টাকা না দেওয়ায় প্রতিষ্ঠানটি কাজ বন্ধ রেখেছে। তিনি কাগজপত্র ছাড়া কাজ শুরুর সঠিক তারিখ বলতে না পারলেও চলতি বছর ২০২১ সালের ডিসেম্বর মাসে কাজটি শেষ হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে ফোরকান আহমেদ খান কোঃ লিঃ এর মালিক মোঃ জাহাঙ্গীর আলম মুঠোফোনে দিনকালকে বলেন, ১২ কোটি ৬৪ লাখ টাকার কাজ মাত্র ৫০ লাখ টাকা পেয়েছি তাই অর্থের অভাবে কাজটি বন্ধ রেখেছি। অর্থছাড় পেলেই কাজ শুরু করবো। তবে কাজটির সময় বৃদ্ধির আবেদন করবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এর আলফাডাঙ্গা উপজেলা কর্মকর্তা তামিম আহমেদ বলেন, আমি ইসলামী ফাউন্ডেশন আলফাডাঙ্গা উপজেলা কর্মকর্তা হলেও আমার সাথে কোন যোগাযোগ না করেই কাজটি করছেন উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজে অনেক ত্রুটি রয়েছে বলেও তিনি দাবী করেন।