সরিষাবাড়ীতে বিভিন্ন যানবাহন থেকে অবৈধ ভাবে টোল আদায় করছে পৌর কর্তৃপক্ষ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ পিএম, ৩১ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৩৫ পিএম, ৭ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় বিভিন্ন যানবাহন থেকে পৌর কর্তৃপক্ষ অবৈধ ভাবে টোল আদায় করছে বলে অভিযোগ উঠেছে। দিকপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি মহাসড়কে যানবাহন থামিয়ে এ টোল আদায় করা হচ্ছে। টোল আদায় বন্ধ করতে মহামান্য হাইকোর্ট গত ২৫ জুলাই রুল জারি করেন। কোন টার্মিনাল এলাকায় টেন্ডার ছাড়া টোল আদায় করা যায় না। এছাড়া পৌরসভার বিধানের ৯৮ ধারার ৭ নং অনুচ্ছেদ অনুসারে শুধু মাত্র পৌরসভা নির্মত টার্মিনাল ছাড়া পার্কিং ফিথর নামে টোল আদায় সম্পুর্ন অবৈধ। এ বিষয়ে ব্যবস্থা নিতে সিটি এলাকা, জেলা, উপজেলা ও পৌর এলাকার সকল প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানাগেছে। সরিষাবাড়ী পৌরসভা কর্তৃক নির্মিত কোন টার্মিনাল বা পার্কিং এরিয়া নেই। অথচ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সরিষাবাড়ী পৌরসভার সামনে টোল আদায় করছে কর্তৃপক্ষ। এতে করে ব্যস্ততম রাস্তায় সব সময় যানজট লেগে থাকে। অতীতে পৌর কর্তৃপক্ষ প্রকাশ্যে এ ধরনের টোল আদায় না করায় বর্তমানে টোলে নির্ধারিত টাকা আদায় করতে গিয়ে উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়ছে। এমনকি আদায়কারীরা গাড়ির ক্ষতিসাধনসহ চালকদের লাঞ্ছিত ও মারধর করছে বলে জানা গেছে। উপজেলার প্রধান সড়কে চলাচলকারী সিএনজি, অটোটেম্পু, অটোরিক্সা, অটোবাইক. ভ্যান, নছিমন, ট্রাক, পিকাপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, মিনিবাস, গরু পরিবহনের ট্রাকসহ বিভিন্ন যানবাহন গতিরোধ করে বিভিন্ন হারে টোল আদায়ের ঘটনা ঘটছে। পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ৮/১০ হাজার অটোবাইক, অটো রিক্সা, ও অটোভ্যান রয়েছে। গরীব অসহায় মানুষেরা সামান্য টাকা আয় করে অনেক কষ্টের মধ্যে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছে। অথচ এদের নিকট থেকে পৌর কর্তৃপক্ষ অটোরিক্সা, অটোবাইক প্রতি বছর লাইসেন্স বাবদ ২ হাজার ৫০শত টাকা ও অটোভ্যান প্রতি লাইসেন্স বাবদ ১১শত টাকা করে নিচ্ছে বলে চালকরা অভিযোগ করেন।
পৌর এলাকার অটোরিক্সা চালক মো: রনি বলেন, এক বছরের জন্য লাইসেন্সে বাবদ ২ হাজার ৫০ টাকা করে নিচ্ছেন পৌর কর্তৃপক্ষ। হাজীপুরের নছিমন ড্রাইভার সুমন ও মাদারগঞ্জের মালবাহি ট্রাক ড্রাইভার রফিকুল মিয়, জামালপুরের টেম্পু চালক জামাল উদ্দিন, তারাকান্দি ট্রাক চালক বাবুসহ আরোও অনেকে জানান, বিভিন্ন যানবাহন থেকে সরিষাবাড়ী পৌরসভার সামনে টোলের নামে পৌর এলাকা দিয়ে চলাচল কারী ছোট-বড় সকল যানবাহন হতে টোল আদায় করা হচ্ছে। অথচ পৌর এলাকায় কোন টার্মিনাল নাই। আর এখানে কোন যানবাহন পার্কিং করে না। আদালতের নির্দেশনা অমান্য করে সরিষাবাড়ী পৌরসভার সামনে থেকে টোল আদায় করা হচ্ছে। প্রকাশ্যে যানবাহন দাঁড় করিয়ে রশিদদের মাধ্যমে টোল নেওয়ার নামে চাঁদা আদায় করা হচ্ছে। টাকা না দিলে প্রতি নিয়ত ড্রাইভার ও সাধারন যাত্রীদের সাথে দূর্ব্যবহার করছে। চাঁদা আদায়ের জন্য লাঠি নিয়ে বেশ কয়েক জন লোক সড়কের পাশে দাঁড়িয়ে থাকে।
সরিষাবাড়ী বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যান সোসাইটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, পৌরসভা সামনে থেকে অটোবাইক থামিয়ে চাদা আদায় করছে বলে অটোবাইক ড্রাইভারেরা আমাদের কাছে অভিযোগ করেছে।
সরিষাবাড়ী পৌরসভার পিয়ন সুরুজ ও রফিকুল ইসলাম বলেন,মেয়রের নির্দেশে আমরা টোল আদায় করতাছি।
পৌরসভার প্যানেল মেয়র হক তরফদার বলেন, মেয়রের নির্দেশে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করছে বলে জানান।
সরিষাবাড়ী পৌর মেয়র মনির উদ্দিন এর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোনটা বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব উপমা ফারিসা বলেন, এ বিষয়টি জেনে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।