ঘর গুলি ভাংগি গেলে পরিবার নিয়ে কোনটে যামো?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৩ পিএম, ২৯ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৪২ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
ভাই ঘর গুলি যে কোন সময় ভেঙ্গে পড়বার পাড়ে। ঘর গুলি ভাংগি গেলে পরিবার নিয়ে কোনটে যামো, কোনটে থাকমো? কাজ করি যে আয় হয়, সেটা দিয়ে সংসারই চালাতে পারিনা। অন্যটে জমিই বা কিনবো কি করি আর ঘরই বা তুলমো কি করি? অনেকটাই ব্যাথিত কন্ঠে এ কথা গুলো বলেন, রংপুরের পীরগঞ্জ পৌরসভাধীন আখিরা নদী পাড়ে বসবাসরত আলাউদ্দিনের পুত্র রুবেল মিয়া। ব্যাথিত কন্ঠে একই প্রতিক্রিয়া নদীপাড়ে বসবাসরত সকলের।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, পীরগঞ্জ উপজেলা সদরের পৌরসভাধীন আখিরা নদীর ব্রীজ সংলগ্ন দক্ষিন পার্শে নদীর কোল ঘেসে ১১ টি পরিবারের বসবাস। যারা অনেকেই ভ’মিহীন আবার অনেকের কিঞ্চিত নিজস্ব জমি রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে নদীর পাড় সংলগ্ন স্থানে ঘর নির্মান করে পরিবার নিয়ে কষ্টকর জীবন যাপন করে আসছেন। তাদের বসতবাড়ী নদী গর্ভে বিলিনের শংকা তাদের প্রতিনিয়ত তাড়া করছে। কিন্তু তারা অসহায়। অন্যত্র বসতবাড়ী স্থানান্তরের তাদের নেই কোন সামর্থ।
এদিকে সাম্প্রতিক সময়ে প্রবল বর্ষনে নদীটির পানি বৃদ্ধি পাওয়ায় উক্ত বসতবাড়ী সংলগ্ন স্থানে নদীর পাড় ভেঙ্গে যাওয়া অব্যাহত রয়েছে। তাই নদীপাড় সংলগ্ন উক্ত স্থানে বসবাসরত শহিদুল ইসলাম, আলাউদ্দিন, রুবেল মিয়া, তাহেদুল ইসলাম, মফিজ উদ্দিন সহ ১১ টি পরিবারের বসতবাড়ী হুমকীর মুখে পড়েছে। তাদের ধারনা যে কোন সময় নদী গর্ভে বিলিন হতে পারে তাদের বসতবাড়ী। হয়ে পড়তে পারে আশ্র্য়হীন। তাই পরিবার গুলো এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।