বগুড়ার শেরপুরে বিত্তবানদের হাতে টিসিবির পণ্য খালি হাতে ফিরছে নিম্নআয়ের মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ এএম, ২৫ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:১৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়ার শেরপুরে টিসিবির পণ্য বিতরণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা নিম্নআয়ের মানুষের পণ্য না দিয়ে ডিলারের পছন্দের মানুষ ও সামর্থ্যবানের হাতে পণ্য তুলে হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এমন অনিয়মের দৃশ্য দেখা গেছে।
জানা যায়, শেরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টিসিবির ডিলার আজিজুল হক খানের ৮শ লিটার সয়াবিন তেল, ৫শ কেজি চিনি ও ৪শ কেজি ডাল নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করার কথা। সেই মোতাবেক আজ মঙ্গলবার সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে লাইনে দাঁড়ায় নিম্নআয়ের মানুষ। কিন্তু ডিলার তার পছন্দের লোকজনদের এবং বিত্তবান ও সরকারি কর্মকর্তাদের বেশিরভাগ তৈল দিয়ে দেন। এতে দীর্ঘক্ষণ লাইনে কষ্ট করে দাঁড়িয়ে থাকা নিম্নআয়ের মানুষের অনেকেই তৈল না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
লাইনে দাঁড়িয়ে থাকা আরজিনা, মাহেলা বলেন, ‘আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু সামনে থেকে লোকজন কোনোভাবেই কমে না। গাড়ির সামনে থেকে কারা যেন পণ্য নিয়ে যাচ্ছে অথচ লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা কমছে না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব আমরা বুঝতে পারছি না। এখন শুনছি তৈল শেষ হয়ে গেছে। এ নিয়ে এ পর্যন্ত ৩ দিন খালি হাতে ফেরত গেলাম।’
এ ব্যাপারে টিসিবির ডিলার আজিজুল হক খান বলেন, ‘আমি লাইন ছাড়া অন্য কাউকে পণ্য দেইনি। দুই একজন আনসার সদস্য এসেছিল উপজেলার কোন এক কর্মকর্তার কথা বলে একটি প্যাকেজ নিয়ে গেছে।’
এ প্রসঙ্গে টিসিবির ট্যাগ অফিসার উপজেলা ইউআরসি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘যে পরিমাণ টিসিবির পণ্য ছিল তার চেয়ে তিনগুণ মানুষ লাইনে দাঁড়িয়েছিল। তাই সবাইকে পণ্য দেয়া সম্ভব হয়নি। তাছাড়া ডিলারের পছন্দের কাউকে দেয়ার কথা আমি শুনিনি। বিতরণ শেষে স্বাক্ষর করার সময় ট্রাকে কোনো মালামাল পাইনি।’