ফরিদপুরে মাদক সম্রাজ্ঞী বিন্দু মাসি ও তার স্বামী ইয়াবাসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮ পিএম, ১৯ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:৪৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফরিদপুরের বোয়ালমারী থানার মাদক সম্রাজ্ঞী একাধিক মামলার আসামি রেবেকা বেগম ওরফে বিন্দু মাসি ও তার স্বামী মোঃ কাইয়ুম মোল্লা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ ।
আজ বৃহস্পতিবার বিশেষ অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া ৫ টায় বোয়ালমারী থানা পুলিশ তাদেরকে আটক করেন। ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বোয়ালমারী থানাধীন আঃ কাইয়ূম মোল্যার বসতবাড়ির উঠানে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর সময় বোয়ালমারী থানা পুলিশ- তাদেরকে আটক করতে সক্ষম হন। এ সময় আটক কৃত আসামি বাদশা মোল্যার ছেলে আঃ কাইয়ূম মোল্যা (৪৫) এর লুঙ্গির কোমড় থেকে ৩০ পিচ ও আঃ কাইয়ূম মোল্যার স্ত্রী রেবেকা বেগম ওরফে বিন্দু মাসি (২৫) এর কাছ থেকে ২৫ পিচ ইয়াবাইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ বোয়ালমারী থানা এলাকায় অবৈধ মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতাকৃত কাইয়ুম মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, মারামারি মামলাসহ ২০টি মামলা এবং রেবেকা বেগম এর বিরুদ্ধে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।