কুষ্টিয়ায় নিজ বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত স্বামী-স্ত্রী আহত হয়ে হাসপাতালে, আটক-৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৭ পিএম, ১৯ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:১৫ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণে বক্কর (২৭) ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু (২৪) আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত বক্কর ও তার স্ত্রী মধুবালাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। এরা হলেন, একই গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫), মৃত আমিরুল মাষ্টারের ছেলে বিকু (৪০) ও তাহের আলীর ছেলে রায়হান (২২)।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম জানান, বোমায় আহতের হাত, মুখসহ শরীর বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। আহত আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক।