রংপুরে এক কোটি টাকার হিরোইনসহ ২ মাদককারবারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৬ পিএম, ১১ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০১:৩৪ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
রংপুর-ঢাকা মহাসড়কে চেক পোস্ট বসিয়ে ট্রাক থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের হিরোইনসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুরের এর সদস্যরা। এসময় ট্রাকটি জব্দ করা হয়।
আজ বুধবার বেলা ১১ টায় র্যাব-১৩ রংপুর কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক রজা আহমেদ ফেরদৌস।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীর বৈরি হরিনমারী এলাকায় চেক পোস্ট বসিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩ কেজি ৮০০ গ্রাম হিরোইনসহ আল আমিন (৩২) ও নয়ন (৩৩) নামে দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়।
এসময় ট্রাকটি জব্দ করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা রাজশাহী থেকে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় হিরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা করতেন। তাদের কাছ থেকে মাদকের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এছাড়াও গ্রেফতারকৃতদের নামে সংশ্লিষ্ট থানায় মাদক মামলাও করা হয়েছে।