গুরুদাসপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে মহিলাসহ ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৬ পিএম, ৮ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ১১:৪২ এএম, ৯ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
নাটোরের গুরুদাসপুরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পিকআপ ভ্যান খাদে পড়ে মহিলা সহ ছয় জনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে। আহত তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন সাহা।
তিনি জানান, ঢাকায় যাওয়ার উদ্দ্যেশে পিকআপ ভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এসময় কাছিকাটা এলাকায় পিকআপ ভ্যানটি অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক মহিলা সহ ৫ জনের মৃত্যু হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা নেয়া অবস্থায় একজন মারা যান। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।