জুয়ার সরঞ্জামসহ নাঙ্গলকোটে ভাইস চেয়ারম্যানের গাড়ী চালক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ এএম, ১ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৩৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়ার ব্যাক্তিগত গাড়ী চালক কবির আহাম্মদ (৪০) কে জুয়ার সরঞ্জামসহ আটক করেছে থানা পুলিশ।
আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে ঢালুয়া গ্রামের মন্তু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, কবির আহাম্মদ দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদক ও বিভিন্ন ক্যাসিনো ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। ভয়ে কেউ প্রতিবাদ করে না। প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধার পরে ভাইস চেয়ারম্যানের অফিসে জুয়ার আসর বসে। পরে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি অবগত করেন। এরপর এস আই আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢালুয়া বাজার এলাকায় অবস্থিত ভাইস চেয়ারম্যানের অফিসে অভিযান চালিয়ে হাতে নাতে কবিরকে আটক করেন এবং টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। কবির আহাম্মদ এর আগেও মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার হয়েছিলো।
উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া বলেন, পুলিশ কবিরকে যেখান থেকে আটক করেছে সেটি আমার অফিস নয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, জুয়া খেলার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।