শ্রীপুরে মৌমাছির কামড়ে এক জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৭ পিএম, ৩০ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০৪:১৪ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামে মৌমাছির কামড়ে এক ব্যক্তি মারা গেছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের জঙ্গলে মাছ ধরার বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে গিয়ে মৌমাছির হামলার কবলে পড়েন তিনি। নিহত শ্রী গোপাল চন্দ্র কোচ (৫২) শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের স্বর্গীয় গেরেন্দ্র চন্দ্র কোচের ছেলে।
নিহতের প্রতিবেশী প্রকৌশলী কাজী মিজানুর রহমান জানান, গোপাল বাড়িতে থেকেই বিভিন্ন ধরনের কৃষি কাজ করতেন। ঘটনার দিন দুপুরে বাড়ির পাশের বনে মাছ ধরার পিপড়ার ডিমসহ অন্যান্য উপকরণ সংগ্রহের জন্য গেলে তিনি মৌমাছির কামড়ের শিকার হয়ে গুরুতর অসুস্থ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, মৌমাছির কামড়ে তার মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভুইয়া জানান, বিষয়টি থানায় কেউ জানাননি বা অভিযোগ করেননি।