সাংবাদিক মুজাক্কির হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০১ পিএম, ২৬ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৬:৩৮ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় মো. আমজাদ হোসেন মাসুদ (৩৩) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত আসামীকে নোয়াখালী ২ নং আমলী আদালতে সোপর্দ করার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাসুদ কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আন্তু মিয়াজির বাড়ির মফিজ উল্যাহর ছেলে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে জেলা পিবিআই ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গত শনিবার (২৪ জুলাাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের চরকালি মোল্লার দোকান এলাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদকে কোম্পানীগঞ্জ থানায় গত ২৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় এর আগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের দ্বন্দ্বে গত ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। ২০ ফেব্রুয়ারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২৩ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহত মুজাক্কিরের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হুদা মো. নোয়াব আলী। মামলাটি অধিকতর তদন্তের জন্য সেদিনই নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে হস্তান্তর করা হয়।