ভোলায় একসঙ্গে তিন সন্তান প্রসব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৭ পিএম, ১৭ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৫:৪৬ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
গতকাল শুক্রবার (১৬ জুলাই) বিকেলে ভোলা শহরের কালিবাড়ী রোড এলাকার ফাতেমা মেমোরিয়ার হাসপাতালে স্বাভাবিকভাবে এ তিন শিশুরা ভূমিষ্ঠ হয়।
একসঙ্গে তিনটি সন্তান প্রসব হওয়া জান্নাত বেগম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম গ্রামের নূর মাহমুদের স্ত্রী।
ভোলা ফাতেমা মেমোরিয়ার হাসপাতালে ডাক্তার মো. খালিদ আহম্মদ শাকিল এ প্রতিনিধিকে জানান, গৃহবধু জান্নাত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার নরমাল ডেলিভারির মাধ্যমে বিকেল ৩টা ৫৫ মিনিটে প্রথম সন্তান, ৪টায় দ্বিতীয় সন্তান ও ৪টা ৫ মিনিটে তৃতীয় সন্তান প্রসব করেন।
তিনি আরও বলেন, ওই গৃহবধূ প্রেগনেন্সির সাড়ে ৮ মাসের সময় তিনটি সন্তানের প্রসব করেছেন। ফলে নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। দুটি শিশুর ওজন দেড় কেজি ও একটির ওজন সোয়া কেজি। মূলত প্রসবের সময় স্বাভাবিক শিশুর ওজন আড়াই কেজির মতো হয়। তবে শিশু তিন শিশু এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন।
এদিকে একসঙ্গে তিন সন্তান প্রসবের খবর ছড়িয়ে পরলে শত শত নারী-পুরুষ শিশুদের দেখতে হাসপাতালে ভিড় করেন।