টেকনাফ ও মিরসরাই থেকে ৪৩ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৩ এএম, ১২ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০২:১১ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের মরসরাই থেকে ৪৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এদের মধ্যে টেকনাফ থেকে ২৫ ও মিরসরাই থেকে ১৮ জনকে আটক করা হয়।
আজ রবিবার মধ্যরাতে টেকনাফের শামলাপুর সমুদ্র সৈকতের উত্তর-দক্ষিণ ঘাট থেকে যৌথ অভিযানে ২৫ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও এপিবিএন পুলিশ সদস্যরা।
আটক রোহিঙ্গারা সরকারের নির্দশনা অমান্য করে সমুদ্রে মাছ শিকারে যাচ্ছিল। কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, গভীর রাতে টেকনাফ মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতে রোহিঙ্গাদের একটি দল অবস্থান করছে- এমন খবর পেয়ে সেখানে যৌথ অভিযান চালনা হয়। এসময় শামলাপুরের উত্তর-দক্ষিণ ঘাটের সৈকত এলাকা থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা সবাই বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে আটক রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয়দের নৌকায় করে সমুদ্রে মাছ শিকারে যাচ্ছিল। তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়েছে। তবে একই অপরাধে তাদের ফের পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় দুই ঘাটের সভাপতি ও সাধারণ সম্পাদককে সর্তক করা হয়েছে যাতে রোহিঙ্গাদের মাছ শিকার কাজে ব্যবহার করা না হয়। তারা যদি এ নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা। এদিকে, আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের তিনশ ফিট সড়ক এলাকা থেকে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে শিল্প পুলিশ । আটকদের মধ্যে ৬ জন নারী, ৪ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আরিফ জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে শিল্পনগরের তিনশ ফিট সড়ক এলাকা থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা ভাসানচর থেকে পালিয়ে সাগর পথে এসে শিল্পনগর এলাকায় উঠে। আটকদের থানায় হস্তান্তর করা হবে।