কমলগঞ্জ উপজেলা পরিষদে খাদ্যের আশায় এসে ফিরলেন শূন্য হাতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৯ পিএম, ১০ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ১২:৪৬ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
চলমান শাটডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র প্রায় ৫০ পরিবারের সদস্য খাদ্যের জন্য কমলগঞ্জ উপজেলা পরিষদে অবস্থান নিয়েছেন।
আজ শনিবার দুপুর ২ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের ভিতরের চত্বরে অবস্থান নেয়।
আগত কয়েকজনের সাথে আলাপকালে তারা জানান চলমান লকডাউনে তারা কোন ধরনের খাদ্য বা ত্রাণ সামগ্রী পাননি। একবেলা খেয়ে আরেকবেলা উপোস থেকে ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। খাদ্যের জন্য আসা হতদরিদ্র পরিবারের অনেকেরেই পরিবারে কোন পুরুষ সদস্য নেই, বিধায় বিকল্প কিছু করতেও পারতেছেন না। ত্রাণসামগ্রী নিতে আসা হাসি বেগম জানান আমার স্বামী নেই, বড় কোন ছেলেও নেই আমি আমার মেয়েদের নিয়ে খুব কষ্টে আছি তাই বাধ্য হয়ে পেটের জ্বালায় বাচ্চা কাচ্চা নিয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদে এসেছি। প্রায় ঘন্টা খানিক সময় তারা পরিষদ প্রাঙ্গনে অবস্থান নেন। এ সময়ে পরিষদের কারো দেখা না পেয়ে তারা হতাশ হয়ে খালি হাতেই বাড়ি ফিরেন। হতদরিদ্র পরিবারের লোকজনের সাথে সংবাদকর্মীরা যখন কথা বলছিলেন তখন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী পরিষদ থেকে বেড়িয়ে যাচ্ছিলেন।
এ সময় উনার কাছে উপস্থিত সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, তাদেরকে সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ সামগ্রী পৌরসভা সহ সকল ইউনিয়ন পরিষদে দেয়া হয়েছে। উপজেলা পরিষদ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য মতো কোন ত্রাণসামগ্রী নেই।