ফরিদপুরে বিরল বন্য প্রাণি তক্ষক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৪ পিএম, ৯ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:১৭ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ফরিদপুরে পাচারের উদ্দেশ্যে বন্য প্রাণি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। পরে তক্ষকটি অবমুক্ত করা হয়। এ ঘটনাটি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার।
গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) এটি অবমুক্ত করা হয়। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি গ্রামের জনৈক জাহিদ শেখ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি বিরল প্রজাতির প্রাণী তক্ষক ক্রয় বিক্রয় করার জন্য অপেক্ষা করছে।
গোপন সংবাদের ভিত্তিতে এ খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে অজ্ঞাতনামা ব্যক্তিরা তক্ষক রক্ষিত ব্যাগটি একটি গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। ওই সময় পুলিশ তক্ষক (লম্বা অনুমান ১৩ ইঞ্চি) সহ ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা থানা চত্তরে ওই তক্ষকটি অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা বন কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় লোকমুখে শোনা যায় প্রাণীটির কথিত মূল্য একশত কোটি টাকা। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় গতকাল একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, তক্ষকের কোন বাজার মূল্য আমার জানা নেই। বন বিভাগে এ বিষয়ে কোন তথ্য নেই। তবে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে তক্ষকের দাম সম্পর্কিত এজাতীয় কথাবার্তা লেখা হয় বলে দেখেছি।