৫৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত : স্বাস্থ্য অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ এএম, ৮ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:৪৩ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
চলতি বছরে এই পর্যন্ত সারা দেশে ৫৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বৃষ্টিতে পানি জমে থাকছে। এ কারণে ডেঙ্গুর বাহক এডিস মশা কিছুটা বাড়ছে। তবে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের কাছে তথ্য নেই।
নাজমুল ইসলাম আরও বলেন, করোনাভাইরাসের প্রতি বেশি নজর দেয়া হচ্ছে। কিন্তু ডেঙ্গুকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। মুখপাত্র বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে কবে আসবে সে ব্যাপারে অধিদফতর নিশ্চিত নয়। তবে যখনই আসুন, যারা আগে এই টিকার প্রথম ডোজ নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ নেননি, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে এই টিকা দেয়া হবে। সুরক্ষা অ্যাপ চালু হয়েছে। ৩৫ বছর তদূর্ধ্ব যে কেউ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
নাজমুল ইসলাম আরও বলেন, এক সঙ্গে অনেকেই এখন নিবন্ধনের চেষ্টা করছেন। এ কারণে সার্ভারে কিছুটা সমস্যা হচ্ছে। এই সমস্যা কেটে যাবে।
তিনি আরও বলেন, স্বাভাবিক সময়ে দেশে প্রতিদিন ৫০ থেকে ৭০ মেট্রিক টন অক্সিজেন লাগে। এখন লাগছে আড়াই থেকে তিন গুণ বেশি। তবে করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যাবে।