নালিতাবাড়ীতে টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত : নদীর বাঁধ ভেঙ্গে চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৪ পিএম, ১ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৪০ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত দুইদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোগাই নদীর ৫টি স্থানে বাঁধ ভেঙে প্রায় ১ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। এ ছাড়া পাহাড়ি ঢলের পানিতে পৌরশহরের দুটি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে ।
বিভিন্ন সূত্রে জানাযায়, গত দুদিনের অবিরাম বৃষ্টিতে উপজেলার নয়াবিল ইউনিয়নে ভোগাই নদীর ৩স্থানে, পৌর শহরের গড়কান্দা,নিচপাড়ায় শহর রক্ষা ৫০০ মিটার ও নিচপাড়া এলাকায় ১০০ মিটার বাঁধ ভেঙে গেছে। ফলে গড়কান্দা, নিচপাড়া, শিলপাড়া এলাকায় প্রায় ১ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেক পুকুর ও মৎস্যখামার ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়া পরিবার গুলো চরম দুর্ভোগে রয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নালিতাবাড়ী-নিচপাড়া সড়কের প্রায় ১ কিলোমিটার ও নালিতাবাড়ী-নয়াবিল সড়কের ৫০০ মিটার সড়ক পানিতে ডুবে গেছে। এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে-উপজেলার নন্নী, কলসপাড়, যোগানিয়া নয়াবিল, বাঘবেড় এবং রাজনগর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন সাংবাদিকদের বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করেছি। জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বলা হয়েছে। এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবিলম্বে বিষয়টি জনপ্রতিনিধিদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।