ঈশ্বরগঞ্জে হবি বাহীনির সন্ত্রাসী হামলা : নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২২ পিএম, ৩০ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:১৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হবি বাহীনির সন্ত্রাসী তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি বাড়িতে সন্ত্রাসী হামলা করে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পরও থানায় মামলা না নেওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।
আজ বুধবার নিরাপত্তা চেয়ে পরিবারটি ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের সুলতান (৪৮) মিয়ার বাড়িতে গত ২৬ জুন প্রতিবেশি আজিজুর রহমান হবির নেতৃত্বে একদল সন্ত্রাসী তান্ডব চালিয়ে তিনটি বসত ঘর সম্পূর্ণ ভাংচুর করে ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। ওই সময় হামলাকারীরা তার বাড়ি থেকে দুটি বকনা বাছুর, একটি খাসিসহ ঘরে থাকা একটি স্বর্ণের চেইন, কানের দুল, চালের বস্তা, ধানের বস্তা ও জমির মূল্যবান কাগজপত্র লুটকরে নিয়ে যায়। ওই সময় রান্না ঘরে থাকা ভাতের হাড়ি, তরকারির পাতিল ভেঙ্গে তছনছ করে। বিষয়টি নিয়ে গত রবিবার (২৭জুন) ঈশ্বরগঞ্জ থানায় সুলতান মিয়া বাদি হয়ে একটি এজাহার দায়ের করেন।
সুলতান মিয়া জানান, থানায় এজাহার দাখিলের পরও পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ না করায় তারা নিরাপত্তহীনতায় ভোগছেন। খোলা আকাশের নিচে তাদের দিনযাপন করতে হচ্ছে।
তিনি আরো জানান, আশ্রবপুর গ্রামের অধিকাংশ অসহায় পরিবারের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে গ্রাম ছাড়া করিয়ে জায়গা জমি দখল করে নিচ্ছে সন্ত্রাসী হবি।
আজ বুধবার দূপুরে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব ভবনের হল রুমে সুলতান তার পরিবারের নিরাপত্তা চেয়ে এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী সুলতান মিয়া, তার পিতা আব্দুল গফুর, ভাই বাচ্চু মিয়া, স্ত্রী শামছুন্নাহার, ছেলে মাসুদ মিয়া, মেয়ে নাসরিন আক্তার।
ঈশ^রগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, সুলতান মিয়ার দেওয়া এজাহার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।