সুনামগঞ্জে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২২ পিএম, ২৬ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৩৮ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সুনামগঞ্জে গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ সাত্তার মিয়া (৪০)। সে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাজেরটেক গ্রামের হযরত আলীর ছেলে।
আজ শনিবার (২৬ জুন) সকাল ১০টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার পর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার বিশ^ম্ভরপুর উপজেলার মাজেরটেক এলাকায় নিজ ফসলী জমিতে দীর্ঘদিন যাবত গাঁজার চাষ করছে মাদক সাত্তার মিয়া। এই বিষয়টি জানতে পেরে আজ শনিবার সকালে র্যাব ৯এর সদস্যরা অভিযান চালিয়ে সাত্তার মিয়ার বসতবাড়ির পাশ থেকে ১.৪ কেজি ৩৫টি কাঁচা গাঁজা গাছের ঢাল ও ৩শ গ্রাম ওজনের ৫টি গাঁজার গাছ উদ্ধার করে। এরপর সাত্তার মিয়াকে গ্রেফতার করা হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার সিঞ্চন আহমেদ সাংবাদিকদের বলেন- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাত্তার মিয়াকে বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১৮ (ক) ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।