কুষ্টিয়ার পশ্চিম আব্দালপুরে ছিনতাইকারী এনাকোন্ডা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১০ পিএম, ১৭ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৪৪ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কুষ্টিয়া ই,বি থানার পশ্চিম আব্দালপুর বাজারের পাশে কিছু বখাটে যুবক ছিনতাই করার চেষ্টা করে। ছিনতাই এর সময় আব্দালপুর ইউনিয়নের স্থানীয় লোকজন ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয় এবং আব্দালপুর পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই আশরাফের হাতে সোপর্দ করেন। আটক হওয়া ছিনতাইকারী আব্দালপুর গ্রামের শাহাজ উদ্দিন মাস্টারের ছেলে রাকিবুল ইসলাম সোহাগ অরফে এনাকোন্ডা (৩৪)।
জানা যায়, ঝিনাইদহের হলেদেনি থেকে ৪ জন টিউবওয়েল মিস্ত্রি আব্দালপুর মণ্ডলপাড়ায় এক ব্যক্তির বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ সেরে তাদের একজন বাজারের উদ্দেশ্যে আব্দালপুর বাজারে আসেন। বাহিরের মানুষ বুঝতে পেরে আব্দালপুর গ্রামের আজবাহার এর ছেলে জনি (২২) তার কাছ থেকে একজনের সাথে কথা বলবে বলে মোবাইল ফোন চান। ওই মিস্ত্রি সরল মনে তাকে মোবাইল ফোন দিলে ফোন বিজি দেখাচ্ছে বলে ক্রমেই বাজার থেকে তাকে স্কুল মাঠের কোনায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগের থেকেই রাকিবুল ইসলাম সোহাগ (এনাকোন্ডা) উপস্থিত ছিলেন। পরে ওই মোবাইল ফোন এনাকোন্ডা নিজের কাছে নিয়ে নেয় এবং দুটি লাল ঔষধ দেখিয়ে ওই মিস্ত্রিকে ইয়াবা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিবেন বলে ভয়-ভীতি দেখান এবং এ থেকে মুক্তি পেতে হলে তাকে তার বাড়িতে ফোন দিয়ে ২০ হাজার টাকা পাঠাতে বলেন। পরে স্থানীয় এক ব্যক্তি স্কুল মাঠের কোনায় গেলে ওখানে কিছু একটা হচ্ছে বলে বুঝতে পারেন এবং তাৎক্ষণিক আশপাশের লোকজনকে জানায়।পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন এবং হাতেনাতে এনাকোন্ডাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে জনি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।