কেশবপুরে পুকুর থেকে কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৩ পিএম, ১৪ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৬:৩৮ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
যশোরের কেশবপুরে পুকুর থেকে কাঠ ব্যবসায়ী মোসলেম উদ্দিন মোল্লার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার বড়েঙ্গা গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে। খবর পেয়ে যশোর জেলার সহকারী পুলিশ সুপার আশিক সুজা মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিন মোল্লা সোমবার ভোরে বাড়ি থেকে গাছ কেনার জন্য বের হয়ে যান। সকালে বাড়ির অদূরে একটি পুকুরের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় মোসলেম উদ্দিনের লাশ দেখে তার পরিবারের লোকজন আহাজারি করতে থাকে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মোসলেম উদ্দিন ১ লাখ টাকা নিয়ে গাছ কেনার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়ে যান।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করার জন্য লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।