রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ দালাল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ পিএম, ১৩ জুন,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৩৫ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ থেকে দালাল ও প্রতারক চক্রের সক্রিয় ১০সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
আজ রবিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনা ও নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এর একটি টিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ অভিযান পরিচালনা করেন।
এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে ভয়ভীতি ও হুমকি দেখিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য টানাহেচড়া করাকালীন সময়ে দালাল চক্রের সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোরশেদ আলম (২৪),মোঃ মাসুদ শাহ (২৭), মোঃ মিজানুর রহমান (৩৫), মোঃ মাহবুব আলম(৩৪) মোঃ আশরাফুল ইসলাম(৩২), উত্তম কুমার (২৩), শ্রী আপন কুমার(২৩), মোঃ রিফাতুল ইসলাম(২১), শ্রী উজ্জ্বল রায় (২৪) ও শ্রী কমল রায়(২৩)।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ জানান, অপরাধীরা দীর্ঘদিন থেকে সাধারণ রোগীদের নিকট থেকে নানা প্রতারণার মাধ্যমে অতিরিক্ত ফি আদায়, হাসপাতালে রোগী পরিবহনের ট্রলি ব্যবহারের জন্য অবৈধভাবে ফি আদায়, অনুমোদিতভাবে মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতঃ অবৈধভাবে বিভিন্ন পরীক্ষার নমুনা সংগ্রহের নামে প্রতারণা করাসহ নানা অভিনব কায়দায় প্রতারণা করে সাধারণ রোগীদের নিঃস্ব করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় রংপুর মহানগরী আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।